৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগÑ ঘটনা ও লেনদেন

-

সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগÑ ঘটনা ও লেনদেন’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪০. ক্যাশমেমো সাধারণত কয় কপি প্রস্তুত করা হয়?
(ক) ২ কপি (খ) ৩ কপি (গ) ৪ কপি (ঘ) ৫ কপি
৪১. বিথী মালিবাগ থেকে নগদ টাকায় মিষ্টি কিনে দোকানিকে ক্যাশমেমো দিতে বলে। এমতাবস্থায় দোকানি বিথীকে ক্যাশমেমোর এক কপি প্রেরণ করে। এখানে দোকানি কোন কপিটি বিথীকে দিয়েছে?
(ক) মূল কপি (খ) কার্বন কপি
(গ) ফটোকপি (ঘ) সত্যায়িত কপি
৪২. ডেবিট নোট কে তৈরি করে? (ক) ক্রেতা (খ) সরবরাহকারী
(গ) উৎপাদক (ঘ) বিক্রেতা
৪৩. ‘দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না’ লেনদেনের এ বৈশিষ্ট্যকে কী বলে?
(ক) দাতা-গ্রহীতা (খ) পরিপূর্ণতা
(গ) স্বয়ংসম্পূর্ণতা (ঘ) দ্বৈতসত্তা
৪৪. ক্যাশমেমোর মূল কপি কাকে দেয়া হয়?
(ক) বিক্রেতাকে (খ) ক্রেতাকে
(গ) ব্যবস্থাপককে (ঘ) বাহককে
৪৫. কোনটি সুবিধা প্রদানকারী হিসাব?
(ক) দেনাদার
(খ) মালিক
(গ) পাওনাদার
(ঘ) শ্রমিক
৪৬. ব্যবসায়িক লেনদেন সংরক্ষণ করা হয় কেন?
(ক) কারবারের ব্যয় হ্রাস করার জন্য
(খ) অধিক মুনাফা অর্জন করার জন্য
(গ) সঠিক তথ্য সরবরাহ করার জন্য
(ঘ) ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য
উত্তর : ৪০.খ, ৪১. ক, ৪২. ক, ৪৩. ঘ, ৪৪. খ, ৪৫. গ, ৪৬. গ।


আরো সংবাদ



premium cement